কড়া নিরাপত্তায় হাইকোর্টে তোলা হয়েছে ইমরান খানকে

|

ছবি : সংগৃহীত

আল কাদির ট্রাস্ট মামলার শুনানিতে অংশ নিতে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে ইসলামাবাদের হাইকোর্টে পৌঁছেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। শুক্রবার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে তাকে হাইকোর্টে তোলা হয়। খবর ডনের।

ইমরান খানের উপস্থিতি উপলক্ষ্যে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। এছাড়া বহাল রাখা হয়েছে ১৪৪ ধারাও।

এর আগে বৃহস্পতিবার (১১ মে) দেশটির সুপ্রিম কোর্ট জানান, ইমরানের গ্রেফতার ‘বেআইনি’। অবিলম্বে পুলিশ এবং দুর্নীতি দমন বিভাগের রিমান্ড থেকে তাকে মুক্তি দিতে হবে।

সুপ্রিম কোর্ট আরও নির্দেশ দেন, যে মামলার শুনানির সময় গ্রেফতার হয়েছেন ইমরান; সেখান থেকেই শুরু হবে আদালতের কার্যক্রম। ইমরানের মুক্তিকে ঘিরে রাজধানীসহ বিভিন্ন শহরে চলছে জয়োল্লাস। পিটিআই কর্মী-সমর্থকরা মিষ্টি বিতরণ করছেন।

পিটিআই প্রধান বর্তমানে সর্বোচ্চ আদালতের হেফাজতে রয়েছেন। আইনজীবী এবং ঘনিষ্ঠজনরা তার সাথে দেখা করার সুযোগ পাচ্ছেন।

এর আগে গত মঙ্গলবার (৯ মে) ইমরানের গ্রেফতারের পর রণক্ষেত্রে পরিণত হয় পাকিস্তান। তিন দিনের বিক্ষোভ-সহিংসতায় প্রাণ হারিয়েছেন ১০ জন; আহত ১৭ শতাধিক মানুষ। এছাড়া আটক হয়েছে ২ হাজারের ওপর বিক্ষোভকারী।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply