ইস্তান্বুলেই হবে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল

|

ছবি: সংগৃহীত

গত কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো- রাজনৈতিক অস্থিরতার কারণে ইস্তান্বুল থেকে সরিয়ে নেয়া হতে পারে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। তবে সেটিকে কেবলই গুজব বলে উড়িয়ে দিলো উয়েফা। খবর দ্য ডেইলি মেইলের।

এবারের আসরের ফাইনাল হওয়ার কথা ছিল তুরষ্কের ইস্তান্বুলে। যদিও ভেন্যু পরিবর্তনের এমন খবর উড়িয়ে দিয়েছে উয়েফা কর্তৃপক্ষ। শুক্রবার (১২ মে) দেয়া এক বিবৃতিতে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থাটি জানিয়েছে, ভেন্যু পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই তাদের।

বিবৃতিতে বলা হয়, উয়েফা ২০২৩ সালের চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করতে চাই। ২০২৩ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নির্ধারিত সূচি অনুযায়ী ১০ জুন ইস্তান্বুলেই হবে।

২০২১ সাল থেকেি উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল আয়োজনের অপেক্ষা করছে ইস্তান্বুল। তবে করোনার কারণে সেবার ফাইনালের ভেন্যু সরিয়ে লিসবনে নেয়া হয়। তবে এবারের কারণ কারোনা নয়, বরং তুরষ্কের রাজনৈতিক অস্থিরতা। এরইমধ্যে পর্তুগালের সাথে কথা বলেছে উয়েফা। তবে ভেন্যু পরিবর্তন নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিকল্প ভেন্যু পরিকল্পনায় রাখতেই নাকি পর্তুগাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছে উয়েফা।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply