শিরোপা নিশ্চিত করতে এস্পানিওলের মুখোমুখি হবে বার্সা

|

ছবি: সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় আজই হতে পারে শিরোপা নিষ্পত্তি। এস্পানিওলের বিপক্ষে জিতলেই ৪ ম্যাচ হাতে রেখে লা লিগা শিরোপা নিশ্চিত করবে বার্সেলোনা। ইতোমধ্যেই ছাদ খোলা বাসে লিগ শিরোপা জেতার সব প্রস্তুতি নিয়ে ফেলেছে কাতালুনিয়ানরা।

কাতালান ডার্বিতে নিজেদের ঘরের মাঠ আরসিডিই স্টেডিয়ামে বার্সেলোনাকে আতিথ্য জানাবে এস্পানিওল। ম্যাচটি শুরু হবে রোববার (১৪ মে) বাংলাদেশ সময় রাত ১টায়। ৩৩ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৮২। ৩৪ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭১ আর ৩৩ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৬৯। এস্পানিওলের বিপক্ষে বার্সা জিতলে জাভির শিষ্যদের পয়েন্ট হবে ৮৫। সে ক্ষেত্রে রিয়াল ও অ্যাটলেটিকো নিজেদের বাকি সব ম্যাচ জিতলেও ৪ ম্যাচ হাতে রেখে শিরোপা জয় নিশ্চিত করবে বার্সা।

ছবি: সংগৃহীত

লা লিগায় এখনও সবচেয়ে বেশিবার শিরোপাজয়ী দল রিয়াল। তারা সব মিলিয়ে ৩৫ বার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। দুইয়ে থাকা বার্সার শিরোপা ২৬টি। সর্বশেষ তারা ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল। এর পর টানা দুই মৌসুমে লা লিগার ট্রফি নিয়ে যায় রিয়াল। এবার তাদের দুর্গে হানা দেয়ার ক্ষেত্র অনেকটাই প্রস্তুত করে ফেলেছে বার্সা।

বদলে যাওয়া বার্সার মাস্টারমাইন্ড কোচ জাভির এটা হবে দ্বিতীয় শিরোপা। ২০২১ সালে বার্সার কোচের দায়িত্ব নেয়ার পর সুপারকোপা জেতে কাতালানরা। আজ জিতলে বার্সার কোচ হিসেবে জাভির হাতে উঠবে দ্বিতীয় ট্রফি।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply