বিচারে দীর্ঘসূত্রতা না কমলে নারীর জন্য নিরাপদ সমাজ হবে না: রিয়াজুল হক

|

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। ফাইল ছবি।

ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে, বিচারে দীর্ঘসূত্রতা না কমলে নারীদের জন্য নিরাপদ সমাজ তৈরি সম্ভব হবে না। এমন মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টার ভবনে এক সেমিনারে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, মামলার দীর্ঘসূত্রতার কারণে অনেকে লম্বা সময় ধরে মামলা চালাতে পারেন না। বিশেষ করে নারীরা আদালতের বিচারিক প্রক্রিয়ায় হয়রানির শিকার হন।

মানবাধিকার কমিশন চেয়ারম্যানের দাবি, আদালতের সাক্ষ্য-জেরায় নারীকে হেনস্থা করা হয়। জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, নারী নির্যাতনের ঘটনায়গুলোর রিপোর্টে পুলিশী দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটে।

যমুনা অনলাইন: এসএইচ/এটি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply