নতুন ক্ষেপণাস্ত্র কর্মসূচির ঘোষণা ইরানের

|

নতুন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির ঘোষণা দিয়েছে ইরান। শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আমির হাতামি।

দেশটির জাতীয় প্রতিরক্ষা বাহিনীতে যুক্ত হওয়া নতুন যুদ্ধ বিমানের উদ্বোধন করা হবে আগামি সপ্তাহেই। এছাড়া আঞ্চলিক আধিপত্য ধরে রাখতে নিজেদের মিসাইল কর্মসূচির উন্নয়নকে অগ্রাধিকার দেবে দেশটি। যুক্তরাষ্ট্রের ক্রমাগত নিষেধাজ্ঞা ও হুমকির বিপরীতে এ সিদ্ধান্ত নিয়েছে তেহরান।

যুদ্ধজাহাজে প্রথমবারের মত নিজেদের তৈরি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা সংযোজনের কথা জানিয়েছে ইরানের নৌ কর্তৃপক্ষ । সম্প্রতি উপসাগরীয় এলাকার আধিপত্য নিয়েও উত্তেজনা বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে। ইরানের সাথে ছয় বিশ্বশক্তির চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাবার পর থেকেই দু দেশের মধ্যে চলছে কূটনৈতিক লড়াই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply