৪৫তম বিসিএসের প্রিলিমিনারি; সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ পিএসসির

|

ছবি: সংগৃহীত

সারাদেশে একযোগে অনুষ্ঠিত হলো ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। পরীক্ষা শেষে প্রশ্নপত্র ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। এবারের বিসিএসে প্রতি পদের জন্য আবেদনকারী প্রায় ১৫০ জন। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে পিএসসি। জানিয়েছে, ফল প্রকাশ করা হবে দ্রুততম সময়ের মধ্যে।

শুক্রবার (১৯ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ মার্কসের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয় সারাদেশের ২৩৫টি কেন্দ্রে। ৪৫তম বিসিএস থেকে চিকিৎসক, কলেজ শিক্ষক, প্রশাসন পুলিশসহ বিভিন্ন ক্যাডার পদে ২৩ শ’র বেশি চাকরিপ্রার্থীকে নেয়া হবে। আর ননক্যাডার পদ রয়েছে ১ হাজারের বেশি। সেই পদগুলোর জন্য প্রায় সাড়ে তিন লাখ পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন।

বিসিএস পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন পিএসসির সদস্য ও কর্মকর্তারা। পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানান তারা।

পিএসসি’র সদস্য অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন,  পরীক্ষার উপস্থিতি সন্তোষজনক। বিসিএস পরীক্ষা খুবই মানসম্মত একজন চাকরিপ্রার্থী নিয়োগ করার জন্য। দ্রুততম সময়ের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

তিনি জানান ১ বছরের মধ্যেই আগামী বিসিএসগুলোর নিয়োগ সম্পন্ন করা হবে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply