ঝিনাইদহে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের লাউদিয়ায় কলেজ ছাত্র ইমরান হোসেন হত্যাকাণ্ডের মামলায় তার বন্ধু ইমরান হোসেন, মনিরুল ইসলাম ও নাসিম বিশ্বাসকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক গোলাম আজম এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার ছোটকামারকুন্ড গ্রামের মোহাম্মদ মোল্লার ছেলে ইমরান হোসেন, শিকারপুর গ্রামের মতলেব মুন্সির ছেলে মনিরুল ইসলাম, একই গ্রামের মমির বিশ্বাসের ছেলে নাসিম বিশ্বাস।

আদালত সূত্রে জানা যায়, গত ২০১১ সালের ২১শে আগস্ট বিকালে জেলার সদর উপজেলার লাউদিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে কলেজ ছাত্র ইমরান হোসেন চায়ের দোকানে বসে চা খাচ্ছিলো। এ সময় তার বন্ধু ইমরান হোসেন, মনিরুল ইসলাম ও নাসিম বিশ্বাস তাকে ডেকে নিয়ে যায়। ওইদিন রাতে সে আর বাড়িতে ফিরে আসেনি। পরদিন সকালে পুলিশ সদর উপজেলার শিকারপুর মাঠ থেকে তার মৃতদেহ উদ্ধার করে। এ সময় স্বজনেরা খবর পেয়ে সদর হাসপাতাল মর্গে ইমরানের লাশ সনাক্ত করে।

পরে নিহতের বাবা নজরুল ইসলাম বাদি হয়ে চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ এ রায় দেন।

রায় প্রদানের সময় দুইজন উপস্থিত থাকলেও অপর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নাসিম বিশ্বাস পলাতক রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply