বিবিসি থেকে সংগৃহীত ছবি।
কানাডার অ্যালবার্টায় গত ৫ বছরের তুলনায় দেড়শ’ গুণ বেশি এলাকা পুড়েছে শুধুমাত্র গত এক সপ্তাহেই! সেখানে এখনও নিয়ন্ত্রণহীন দাবানল। উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় আগামী কয়েকদিনে দাবানল আরও ছড়াতে পারে বলে আশঙ্কা কানাডার আবহাওয়া বিভাগের। খবর বিবিসির।

জানা গেছে, আগুন জ্বলছে অ্যালবার্টার কমপক্ষে ৯৪টি স্থানে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের প্রায় ২ হাজার ৭শ’ সদস্য। কানাডার পাশাপাশি যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রের দমকল বাহিনীর কর্মীরা। আগুনের তীব্রতার পাশাপাশি আশপাশের এলাকাগুলোয় তৈরি হয়েছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি। কিছু এলাকায় আগুন নিয়ন্ত্রণে এলেও দূষণের কারণে বাড়ি ফিরতে পারছে না অন্তত ১০ হাজার মানুষ।

এদিকে, কানাডায় দাবানলের প্রভাবে বিশাল কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলেও। নেব্রাসকা, ওয়াশিংটন, মন্টানা, উইসকনসিনসহ বেশ কিছু এলাকায় জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা।
/এসএইচ
Leave a reply