ইতালির উত্তরাঞ্চলে বন্যায় বাস্তুচ্যুত ৩৬ হাজারের বেশি মানুষ

|

ইতালির উত্তরাঞ্চলে বন্যায় বাস্তুচ্যুত ৩৬ হাজারের বেশি মানুষ। শনিবার (২০ মে) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। খবর দ্য গার্ডিয়ানের

উদ্ধারকর্মীদের দাবি, উত্তর-পূর্বাঞ্চলীয় ইতালি পুরোপুরি ডুবে গেছে বন্যার পানিতে। রেকর্ড করা হয় তিন শতাধিক ভূমিধসের ঘটনাও। তাছাড়া অঞ্চলটির সাথে সংযুক্ত পাঁচ শতাধিক রাস্তা ডুবে যাওয়ায়; ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা। ভেলা বা হেলিকপ্টারের মাধ্যমে সরানো হচ্ছে দুর্গত এলাকার বাসিন্দাদের। উদ্ধারকাজে নিয়োজিত পাঁচ হাজারের বেশি ফায়ার ব্রিগেডকর্মী ও স্বেচ্ছাসেবী।

এমন পরিস্থিতিতে জি-সেভেন সম্মেলনের সফরসূচি সংক্ষিপ্ত করে দেশে ফিরে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ত্রাণ সরবরাহ, দুর্যোগ মোকাবেলা এবং পরবর্তী সংস্কার ইস্যুতে মঙ্গলবার ডেকেছেন জরুরি বৈঠক।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply