চারদিন ধরে‌ বঙ্গোপসাগরে ভাসমান থাকা ১৪ জেলে উদ্ধার

|

বরগুনা প্রতিনিধি:

বঙ্গোপসাগরে ট্রলার বিকল হয়ে চারদিন ধরে ভাসমান থাকা ১৪ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। রোববার (২১ মে) দুপুরে বরগুনার পাথরঘাটা কোস্টগার্ড সদস্যরা তাদের উদ্ধার করেন। এর আগে বৃহস্পতিবার (১৮ মে) গভীর রাতে সমুদ্রে মাছ ধরতে গিয়ে এমবি মাহফুজা নামের মাছ ধরার ট্রলারটি বিকল হয়ে পড়ে। এতে গত চার দিন ধরে ১৪ জেলে নিয়ে সাগরে ভাসতে থাকে ট্রলারটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, সাগরে ভেসে থাকার খবর পেয়ে অভিযান চালিয়ে বঙ্গোপসাগরের পক্ষীদিয়া এলাকা থেকে ট্রলারসহ জেলেদের উদ্ধার করা হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে খাবার সরবরাহ করা হয় কোস্টগার্ডের পক্ষ থেকে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এ বিষয়ে ট্রলারটির মালিক ছগির হোসেন জানান, ট্রলারসহ কোস্টগার্ডের সদস্যরা জেলেদের উদ্ধার করে তীরে নিয়ে এসেছে। সব জেলেরা সুস্থ আছেন। তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply