কালই ফের গ্রেফতার হতে পারেন, শঙ্কা ইমরান খানের

|

ছবি: সংগৃহীত

আগামীকাল ফের গ্রেফতার হতে পারেন ইমরান খান। ইসলামাবাদে দুর্নীতি দমন বিভাগ এনএবি’তে হাজিরার সময় তার গ্রেফতার হওয়ার সম্ভাবনা ৮০ শতাংশ। নিজেই এ আশঙ্কার কথা জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। জিও নিউজের খবর।

তিনি জানান, ২৩ তারিখ শেষ হবে আদালতের দেয়া দু’সপ্তাহের প্রোটেক্টেড বেইলের সময়সীমা। সুতরাং, আল-কাদির ট্রাস্ট না হলেও অন্যান্য মামলায় তাকে গ্রেফতারের সম্ভাবনা রয়েছে। তদন্তে সহযোগিতার জন্য লাহোর থেকে ইসলামাবাদে গেলেই তাকে নজরদারিতে রাখা হবে; এমন আশঙ্কা ইমরান খানের। একইসাথে তিনি জানান- গেলো দুই সপ্তাহে আটক হয়েছেন ১০ হাজারের বেশি পিটিআই কর্মী সমর্থকরা। তাছাড়া, গ্রেফতারের শিকার দলের প্রায় ২২ জন শীর্ষ নেতা।

ইমরান খানের মতে, পরিকল্পনা মোতাবেক এগোচ্ছে সরকার। ‘মাইনাস ওয়ান ফর্মুলা’ কার্যকরই তাদের লক্ষ্য। গত ৯ মে আদালত প্রাঙ্গন থেকে গ্রেফতার হন ইমরান খান। দু’দিন পর জামিন পান তিনি। এ ঘটনায়, ক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো পাকিস্তান।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply