কানাডায় দাবানলে ধ্বংস সোয়া ২৩ লাখ একর বনভূমি

|

ছবি: সংগৃহীত

কানাডায় ভয়াবহ দাবানলের কারণে, বন্ধ ঘোষণা করা হয়েছে ২১টি ন্যাশনাল পার্ক। সরকারের সর্বোচ্চ চেষ্টার পরও লাগামহীন পরিস্থিতি। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে সোয়া ২৩ লাখ একর বনভূমি। অগ্নি নির্বাপক কর্মীরা আশা করছেন, বৃষ্টি হলে পরিস্থিতির উন্নতি ঘটবে। রয়টার্সের খবর।

আগামী সপ্তাহ নাগাদ বৃষ্টিপাতের কারণে আবহাওয়া কিছুটা ঠাণ্ডা হয়ে আসবে; এমন পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া অধিদফতর। তবে, আকস্মিক ঝড় হলে পরিস্থিতি আরও বিগড়ে যেতে পারে। এখনও অ্যালবার্টার ৯১টি এলাকায় জ্বলছে দাবানল; যা নেভাতে কাজ করছেন তিন হাজার ফায়ার ব্রিগেড কর্মী।

দাবানলের কারণে মার্কিন ৮টি রাজ্যে হচ্ছে বায়ুদূষণ; জারি করা হয়েছে সতর্কতা। আগামী ২৯ মে অ্যালবার্টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাদেশিক নির্বাচন। দুর্যোগ মোকাবেলার এই ব্যর্থতা ভোটদানে বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply