নবাবগঞ্জে বালু ভর্তি ট্রাক উল্টে শিশু শ্রমিকের মৃত্যু

|

ছবি : সংগৃহীত

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার নবাবগঞ্জে বালু ভর্তি ট্রাক উল্টে ইকবার (১৩) নামে এক শিশু শ্রমিক নিহত হয়েছে। সোমবার (২২ মে) দুপুরে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, দোহার উপজেলার মৈনটঘাট থেকে বালু নিয়ে ট্রাকটি নবাবগঞ্জ উপজেলার চন্দ্রখোলা কাঁচা রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল। পথিমধ্যে উল্টে গিয়ে পাশের ৮ ফুট গভীরে ফসলি জমিতে পড়ে যায়। এ সময় ড্রাইভার ও অন্য শ্রমিকেরা লাফিয়ে আত্মরক্ষা করলেও বালুর ওপরে শুয়ে থাকা শিশু শ্রমিক ইকবাল ট্রাকের নিচে চাপা পড়ে। শ্রমিকদের চিৎকারে পাশের লোকজন ছুটে এসে ইকবালকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী জয় বলেন, বালু ভর্তি ট্রাকটি রাস্তার পাশে কাদামাটিতে আটকে রাস্তার পাশে ফসলের জমিতে পড়ে যায়। অন্যান্য শ্রমিকরা আত্মরক্ষার চেষ্টা করে। কিন্তু ইকবাল নামের শিশু শ্রমিক চাপা পড়ে।

নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) আশফাক রাজিব বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নবাবগঞ্জ থানা আনা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply