মেটাকে ১৩০ কোটি ডলার জরিমানা ইইউয়ের

|

মেটাকে রেকর্ড ১৩০ কোটি ডলার জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়নের ডেটা নিয়ন্ত্রক সংস্থা। ইউরোপীয় ব্যবহারকারীদের তথ্য যুক্তরাষ্ট্রের সার্ভারে স্থানান্তর করায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

জরিমানা ছাড়াও আগামী ৫ মাসের মধ্যে ইইউভুক্ত দেশগুলোর ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণ বা সরবরাহ কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। আয়ারল্যান্ডের ডেটা প্রটেকশন কমিশন ডিপিসি এ রায় দিয়েছে।

এক বিবৃতিতে এই জরিমানাকে অযৌক্তিক ও অপ্রয়োজনীয় বলে আখ্যা দিয়েছে মেটা। রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি।

ইউরোপীয় ইউনিয়নের ডেটা সুরক্ষা আইন জিডিপিআর’র আওতায় এবারই প্রথম কোনো প্রতিষ্ঠানকে এতো বড় অংকের অর্থ জরিমানা করা হলো। এর আগে ২০২১ সালে নীতিমালা ভঙ্গের দায়ে অ্যামাজনকে ৮০ কোটি ডলারের বেশি জরিমানা করেছিল ইইউ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply