বান্দরবানে কেএনএফ এর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নিহত ১

|

ফাইল ছবি

বান্দরবানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে রাশেদ (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় দুলাল (৩০) না‌মে আরেক শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৩‌ মে) সকালে রুমা ও থানচি উপজেলার সীমান্তবর্তী বঙ্কু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ও আহত উভয় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নব নির্মিত সীমান্ত সড়কের পাশে বলিপাড়া ৩৮ বিজিবির একটি অস্থায়ী ক‍্যাম্প নির্মাণের পরিকল্পনাধীন পাহাড়ে জঙ্গল কাটার কাজ করছিল রাশেদ ও দুলাল। এ সময় হঠাৎ মাটিতে পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই রাশেদ মারা যান এবং দুলাল গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে থানচি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আহত দুলালকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।

এ প্রসঙ্গে থানচি থানার ওসি এমদাদুল হক বলেন, মাইন বিস্ফোরণে এক শ্রমিক নিহত ও একজন আহত হয়েছে। ধারণা করা হচ্ছে, কেএনএফ এর পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply