‘মানুষের দেয়া ত্রাণকে ‘নিজেদের’ বলছে ক্ষমতাসীনরা’

|

রাজনৈতিক চাপে পড়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য মায়াকান্না করছে সরকার। কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, সাধারণ মানুষের দেয়া ত্রাণকে ‘নিজেদের দেয়া’ বলে চালিয়ে দিচ্ছে ক্ষমতাসীনরা। সরাকরের সমালোচনা করে আমীর খসরু আরও বলেন, রোহিঙ্গা ইস্যু সামাল দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এই সরকার।

মিয়ানমার সেনাদের পরিকল্পিত এই কর্মকাণ্ডের আগাম কোন তথ্য জেনে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে না পারাকে রোহিঙ্গা ইস্যুতে  বাংলাদেশ সরকারের গোয়েন্দা ব্যর্থতা বলে অভিহিত করেন তিনি।

অবিলম্বে কূটনৈতিক তৎপরতা জোরদারের মাধ্যমে রোহিঙ্গা নাগরিকদের মিয়ানমারে ফেরত পাঠানোর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply