সাতক্ষীরায় ১১টি ভারতীয় এয়ারগানসহ আটক ১

|

উদ্ধারকৃত ১১টি ভারতীয় এয়ারগানসহ আটককৃত ইমাদুল ইসলাম (৩০)।

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরার দেবহাটায় ১১টি ভারতীয় এয়ারগানসহ ইমাদুল ইসলাম (৩০) নামের এক চোরাচালানীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় দেবহাটা থানা পুলিশ।

দেবহাটা থানার ওসি বাবুল আক্তার জানান, ভারত থেকে পাচার হয়ে বেশ কিছু এয়ারগান বাংলাদেশে এসেছে এমন গোপন খবরে সখীপুর পরিবহন কাউন্টারের সামনে অভিযান চালানো হয়। এ সময় ১১টি এয়ারগানসহ চোরাচালানী ইমাদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply