কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিলো মার্কিন ব্যাংক সিলিকন ভ্যালি

|

ছবি : সংগৃহীত

এবার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মার্কিন ব্যাংক সিলিকন ভ্যালি। সম্প্রতি এক বিবৃতিতে ব্যাংকটির বর্তমান মালিকানা প্রতিষ্ঠান ফার্স্ট সিটিজেনস ব্যাংক জানায়, বিভিন্ন শাখা থেকে ৫০০ কর্মী ছাঁটাই করা হবে। খবর ওয়াশিংটন পোস্টের।

খবরে বলা হয়েছে, আর্থিক ক্ষতি পোষাতে এ সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। আর্থিক ক্ষতির মুখে পড়ার পর গত মার্চে সিলিকন ভ্যালি ব্যাংক কিনে নেয় ফার্স্ট সিটিজেনস ব্যাংক। এর মাধ্যমে, ব্যাংকটির ১৭টি শাখা অধিগ্রহণ করে আর্থিক প্রতিষ্ঠানটি। জানিয়েছে, বন্ধ হওয়া প্রতিষ্ঠানটির ৫ হাজার ৬০০ কোটি ডলার আমানতের দায়িত্বও তারা নেবে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে ২০০৮ সালের অর্থনৈতিক সংকটের পর এ পর্যন্ত ২০টি ব্যাংক কিনে নিয়েছে ফার্স্ট সিটিজেনস। দেশের ২১টি রাজ্যে তাদের রয়েছে ৫ শতাধিক শাখা।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply