ফিলিস্তিনি নাগরিককে হেনস্তার অপরাধে ৩ ইসরায়েলি সেনার কারাদণ্ড

|

এক ফিলিস্তিনিকে হেনস্তা এবং তদন্তে বাধা দেয়ার অপরাধে তিন ইসরায়েলি সেনাকে কারাদণ্ড দিয়েছে ইসরায়েলের একটি সামরিক আদালত। খবর আল জাজিরার।

বুধবার (২৪ মে) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী। এতে বলা হয়, ক্ষমতার অপব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে ওই তিন সেনাকে। তাদের মধ্যে দু’জনকে ৬০ দিন এবং একজনকে ৪০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আদালতের কার্যক্রমে বাধা দেয়ায় সবাইকে পদচ্যুত করার নির্দেশ দিয়েছেন আদালত। ক্ষমতার অপব্যবহারের দায়ে আরও এক সেনা বিচারাধীন রয়েছেন।

ইসরায়েলি বাহিনীর হাতে শত শত ফিলিস্তিনি নিহত হলেও সেসব মামলার কোনো তদন্ত বা সেনাদের শাস্তি দেয়া হয়না। এসব কর্মকাণ্ডের জন্য সরকারকে দায়ী করে মানবাধিকার সংস্থাগুলো।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply