অভিযোগপত্রের আগে সরকারি কর্মচারীদের গ্রেফতারে অনুমতি লাগবে

|

ফৌজদারি মামলায় কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে অভিযোগপত্র গঠনের আগে গ্রেফতার করতে সরকারের অনুমতি লাগবে এমন বিধান রেখে ‘সরকারি কর্মচারী আইন ২০১৮’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সচিবালয়ের পরিবর্তে আজ সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ে বসে মন্ত্রিসভার বৈঠক। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, জনবল নিয়োগ হবে মেধা ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে। পদোন্নতির জন্য মেধা, দক্ষতা, জেষ্ঠ্যতা বিবেচনা করা হকে।

মন্ত্রিসভার বৈঠকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি, জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান, সাবেক মন্ত্রী তাজুল ইসলাম, হাবিবুর রহমান, সাংবাদিক গোলাম সারওয়ার, মোঃ মুনিরুজ্জাম, খন্দকার বজলুর রহমান বাদলের মৃত্যুতে শোক জানানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply