প্রধানমন্ত্রীকে এসএমএস করে কোরবানির গরু পেলেন হিজড়ারা

|

জামালপুর সদরের হিজড়াপল্লীতে কোরবানির জন্য গরু উপহার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জেলা প্রশাসক আজ সোমবার সকালে তাদের কাছে গরু হস্তান্তর করেন।

সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মোবাইলে একটি এসএমএস পান। এসএমএস যিনি পাঠিয়েছেন তিনি লিখেছিলেন, তার নাম ময়ূরী, তিনি হিজড়া সম্প্রদায়ের একজন।

ময়ূরী এবারের ঈদে কোরবানি দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি গরু চেয়েছেন। এসএমএস দেখার সাথে সাথেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একান্ত সচিব এম তোফাজ্জল হোসেন মিয়াকে নির্দেশ দেন ময়ূরীর ফোন নাম্বারে যোগাযোগ করে একটি কোরবানির গরু পাঠিয়ে দেয়ার জন্য।

একান্ত সচিব ওই নাম্বারে ফোন করে জানতে পারেন ময়ূরী জামালপুর সদরের হিজড়াপল্লীতে থাকেন। সেখানে ৮৭ জন হিজড়া বসবাস করছেন। একান্ত সচিব তাৎক্ষণিক জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবিরকে প্রধানমন্ত্রীর নির্দেশ পৌঁছে দেন। জেলা প্রশাসক দুপুরে হিজড়া সম্প্রদায়ের কাছে একটি এক লাখ টাকার গরু এবং আনুসাঙ্গিক খরচের টাকা হস্তান্তর করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply