বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন শুরু

|

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট উৎপাদন শুরু করেছে। কেন্দ্রের ব্যবস্থাপক জানান, দ্বিতীয় ইউনিট থেকে উৎপাদিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হবে। এর ফলে রংপুর অঞ্চলে লোডশেডিং আর লো-ভোল্টেজ সমস্যা দূর হবে।

তিনি আরও জানান, খনি থেকে সরবরাহ করা অল্প পরিমাণ কয়লা দিয়েই দ্বিতীয় ইউনিটটি চালু করা হয়েছে। যে পরিমাণ জ্বালানি মজুত আছে, তা দিয়ে পাঁচ-ছয় দিন কেন্দ্রটি চালু রাখা সম্ভব। কেন্দ্রটি চালু রাখতে প্রতিদিন প্রয়োজন ১২শ’ মেট্রিকটন কয়লা।

প্রসঙ্গত, চাহিদা মোতাবেক জ্বালানি সরবরাহ করতে না পারায় ২৮ জুন বন্ধ হয়ে যায় এ ইউনিটের উৎপাদন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply