পদত্যাগ করলেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি

|

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন নাজাম শেঠী। আজ সোমবার প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।

পদত্যাগপত্রে নাজাম বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু পাকিস্তান ক্রিকেটকে নিয়ে আপনার স্বপ্ন ও বিশেষ পরিকল্পনা রয়েছে, সেজন্য তা বাস্তবায়নে আপনার নিয়োজিত একটি ব্যবস্থাপনা কমিটি সবচেয়ে ভাল কাজ করতে পারবে। এ কারণে আমি আমার পদত্যাগপত্র জমা দিচ্ছি।’

সম্প্রতি পাকিস্তানের সাধারণ নির্বাচনে ইমরান খানের দল বিজয়ী হওয়ার পর গুঞ্জন শুরু হয় দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির চেয়ারম্যান পদে বসতে চলেছেন ওয়াসিম আকরাম।

কিংদবন্তি এই পেস অলরাউন্ডারের পারিবারিক সূত্রের বরাত দিয়ে এমনই খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম স্পোর্টস মিরচি।

১৯৯২ সালে অধিনায়ক ইমরান খানের হাত ধরেই নিজেদের প্রথম বিশ্বকাপ ঘরে তুলেছিল পাকিস্তান। সেই দলে ইমরানের সঙ্গী ছিলেন ওয়াসিম আকরামও। আকরাম নিজেও বিশ্বসেরা অলরাউন্ডার। দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন দেশকে। ইমরানের সঙ্গে বরাবরই সুসম্পর্ক রয়েছে তার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply