বেশি ভিউয়ের আশায় লাইভে মদপান করে চীনা যুবকের মৃত্যু

|

ছবি: সংগৃহীত

অনলাইনে মদপানের সরাসরি সম্প্রচার করছিলেন যুবক। বেশি ভিউয়ের আশায় একের পর এক বোতল শেষ করেন তিনি। কিন্তু সরাসরি সম্প্রচারের কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। খবর সিএনএন‘র।

ঘটনাটি ঘটেছে চীনে। তিনি সানকিয়াঙ্গে নামে পরিচিত। অনলাইনে সরাসরি সম্প্রচার করে মদ খাওয়ার ১২ ঘণ্টা পর তার মৃত্যু হয়। তিনি চার বোতন চীনা ভদকা পান করেন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

চীনা ভদকায় ৩০ থেকে ৬০ শতাংশ অ্যালকোহল থাকে। গত ১৬ মে রাত ১টা নাগাদ সে লাইভে এই কাণ্ড ঘটায়।

লাইভ শেষ হওয়ার ১২ ঘণ্টা পর যুবককে তার ঘরে মৃত অবস্থায় পান পরিবারের সদস্যরা। চিকিৎসকরা জানান, অতিরিক্ত মদপানই যুবকের মৃত্যুর কারণ।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply