‘হিউম্যান বাই-সাইকেল’ বানিয়ে রেকর্ড গড়ছে চিলি

|

সবচেয়ে বড় ‘হিউম্যান বাই-সাইকেল’ বানিয়ে রেকর্ড গড়তে যাচ্ছে চিলি। শনিবার (২৮ মে) লাতিন দেশটির রাজধানী সান্তিয়াগোতে এ আয়োজন করা হয়। খবর এপির।

শহরের ও’হিগিনস পার্কে সাজানো হয় বিশালাকার একটি সাইকেল। পরস্পরের হাত ধরে সেটির আকার দেন ৩ হাজার মানুষ। গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তারা তুলতে চান চিলির নাম। মূলত শহরটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘প্যান আমেরিকান অ্যান্ড প্যারাপান আমেরিকান গেমস’ এর প্রতি বিশ্বের দৃষ্টি আকর্ষণের জন্যই নজরকাড়া এ উদ্যোগ।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

বর্তমানে এ রেকর্ডটি রয়েছে রাশিয়ার দখলে। ২০১৯ সালে সেইন্ট বেসিল ক্যাথেড্রালের সামনে এমনই সাইকেল বানান দুই হাজার ৬৩ জন মস্কোবাসী।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply