যৌন হেনস্থার প্রতিবাদের সময় আন্তর্জাতিক পদকজয়ী রেসলারদের আটক, ভারতজুড়ে নিন্দার ঝড়

|

ছবি : সংগৃহীত

যৌন হেনস্থার প্রতিবাদের সময় আন্তর্জাতিক পদকজয়ী রেসলারদের আটকের ঘটনায় নিন্দা এবং প্রতিবাদের ঝড় চলছে ভারতজুড়ে। খবর আলজাজিরার।

রোববার (২৮ মে) দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের সময় পুলিশি নির্যাতনের শিকার হন আন্দোলনকারী কুস্তিগীররা। এ সময় গ্রেফতার করা হয় বিনেশ ফোগাত, সাক্ষী মালিক, বজরং পুনিয়াসহ বেশ কয়েকজন তারকা কুস্তিগিরকে।

ভাইরাল হওয়া ফুটেজে, রেসলারদের মাটিতে ফেলে পেটাতেও দেখা যায় পুলিশকে। এসব খেলোয়াড়দের বিরুদ্ধে একাধিক মামলাও দায়ের করা হয়েছে।

এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিসহ অনেকেই। রেসলারদের পক্ষে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় ফুটবলের দলের অধিনায়কসহ আরও অনেকে।

ভারতীয় রেসলিং ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভুষণ সিংয়ের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই ক্ষোভ জানিয়েছে আসছেন রেসলাররা। তাদের অভিযোগ ফেডারেশনের নারী কুস্তিগীরদের ওপর যৌন হয়রানি চালিয়ে আসছেন প্রেসিডেন্টসহ সিনিয়র কর্মকর্তারা।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply