পোশাকর্মীদের জন্য রেশনিংসহ সাত প্রস্তাব বাজেটে যুক্ত করার দাবি

|

স্টাফ করেসপনডেন্ট:

গার্মেন্টস শ্রমিকদের রেশন কার্ডের মাধ্যমে চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী স্বল্প মূল্যে রেশনিং এর ব্যবস্থা চালু করাসহ জাতীয় বাজেটে সাতটি প্রস্তাব যোগ করার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) সকালে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আয়োজনে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘শ্রমিকদের জন্য কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানানো হয়।

গোলটেবিল বৈঠকের প্রধান অতিথির বক্তব্যে সাবেক নৌ-পরিবহন মন্ত্রী ও সংসদ সদস্য শাজাহান খান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই শ্রমিকদের মজুরি সবচেয়ে বেশি বেড়েছে। গত ১৫ বছরে একজন শ্রমিকও আন্দোলন চলাকালে মারা যায়নি। অথচ, বিএনপি আমলে এক দফায় ১৭ শ্রমিক লাশ হয়েছিলো। আমি পোশাক শ্রমিকদের রেশনিংনের জন্য সরকারের কাছে প্রস্তাব জানাবো।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের পক্ষে অবস্থান গ্রহণ করে অতীতে মালিকদের কাছ থেকে দাবি আদায় করার জন্য বহু দেন দরবার করেছেন। কাজেই শ্রমিকবান্ধব শেখ হাসিনার সরকার শ্রমিকদের জন্য রেশন ব্যবস্থা চালুর বিষয়টি অবশ্যই বিবেচনা করবে।

বৈঠকের সঞ্চালক বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান শ্রমিকদের স্বার্থে বাজেটে যোগ করার জন্য সাতটি প্রস্তাব তুলে ধরেন। শ্রমিকদের জন্য রেশনিং চালু ছাড়াও তিনি ছয়টি গার্মেন্টস শিল্প অঞ্চল ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, আশুলিয়া ও চট্টগ্রামে শ্রমিকদের জন্য আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের প্রস্তাব দেন। শ্রমিকদের স্বাস্থ্য ও জীবিকা নিরাপত্তায় মালিক, সরকার, বায়ার উদ্যোগী হয়ে জরুরি স্বাস্থ্য ও নিরাপত্তা’ তহবিল গঠন, শ্রমিক পরিবারের জন্য স্বল্প ও দীর্ঘ মেয়াদি কিস্তিতে স্থায়ীভাবে আবাসনের ব্যবস্থা করা, প্রতিটি শ্রমিক পরিবারকে স্বাস্থ্য ঝুঁকি ও জীবনবীমা স্কিমের আওতায় ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করা, বিশেষভাবে রাইড শেয়ারিং চালক, পরিবহন, নৌ-পরিবহন, মোটরযান মেকানিকদের কর্মরত শ্রমজীবীসহ কর্মহীন ও কর্ম-অক্ষম শ্রমিকদের জীবন-জীবিকা নিশ্চিত করতে সার্বজনীন কল্যাণ তহবিল গঠন ও জাতীয় সংসদের অভিজ্ঞ সংসদ সদস্যদের নিয়ে শ্রমিক সংগঠন গঠন করে শ্রমিকদের জন্য কল্যাণমূলক প্রকল্প গ্রহণের প্রস্তাব তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিকেএমইএ এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বিকেএমইএ এর সহ-সভাপতি ফজলে এলাহী শামীম, বিজিএমইএ এর সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, সিপিডির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট তামিম আহমেদ, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসেন, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি সালাহউদ্দিন স্বপন, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সবুজ, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সভাপতি জলি তালুকদার, ড্রাইভার্স ট্রেনিং সেন্টার ডিটিসি এর চেয়ারম্যান নূরনবী শিমু, বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক কে এম মিন্টু, ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মো. হালিম তালুকদার মিলন, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক সবুজ শিকদার, গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের নেতা তাসলিমা আক্তার, বাসি এর সদস্য সচিব গোলাম মুর্শিদ প্রমুখ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply