মেডিকেল ভর্তি: পরীক্ষার হলে ঘড়িও নেয়া যাবে না

|

আসন্ন মেডিকেল ভর্তি পরীক্ষায় মোবাইল, ক্যালকুলেটরসহ সব ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

আজ সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোনো ধরনের ইলেক্ট্রোনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষার হলে ঢুকতে দেয়া হবে না। এমনকি হাতঘড়ি নিয়েও প্রবেশ করা যাবে না।

এছাড়া পরীক্ষা শুরুর ১০ মিনিট পর কেন্দ্রে প্রবেশ করা যাবে না বলে জানানো হয়েছে।

এবার সারা দেশের মেডিকেল কলেজগুলোতে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তিতে পরীক্ষা নেয়া হবে ৬ অক্টোবর। আর ডেন্টাল কলেজগুলোর ভর্তি পরীক্ষা হবে ১০ নভেম্বর।

২০১৬ সালের পরিসংখ্যান অনুযায়ী, ২৯টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৩ হাজার ১৬২ জন। অন্যদিকে ৬৪টি বেসরকারি মেডিকেল কলেজে আসন ৫ হাজার ৩২৫টি। সরকারি নয়টি ডেন্টাল কলেজে ৫৩২টি আসন রয়েছে। ২৪টি বেসরকারি ডেন্টাল কলেজে আসন রয়েছে ১ হাজার।

বিগত কয়েক বছর ধরে বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনা ঘটছে। বিশেষ করে ২০১৫ সালের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার পর এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply