‘যাদের টিআইএন আছে, তাদের ২ হাজার টাকা পরিশোধ করা কোনো কঠিন কাজ হবে না’

|

যাদের টিআইএন আছে, রাষ্ট্রের জন্যে তাদের ২ হাজার টাকা পরিশোধ করা কোনো কঠিন কাজ হবে না। এমন মন্তব্য করেছেন এনবিআরের চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম।

শুক্রবার (২ জুন) বিকেল বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ট্রেড লাইসেন্সসহ সরকারি সেবা গ্রহণ করতে টিআইএন লাগে। সাধারণ মানুষের জন্য টিআইএন বাধ্যতামূলক নয় বলেও জানান তিনি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এ সময় কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, কৃষিতে বিপুল পরিমাণ মানুষের কাজের সুযোগ তৈরি হয়েছে। মজুরিও বেশ ভালো। নারী ও পুরুষ কৃষি খাতে কাজ করছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, অর্থনীতিতে নানা চ্যালেঞ্জ আছে। সে জন্যেই বাজেটে নানা লক্ষ্য বাস্তবতার সাথে মিলিয়ে নির্ধারণ করা হয়েছে। অর্থনীতি নিয়ে আতঙ্কিত হবার কোনো কারণ নেই।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, কয়েক মাসের মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বাড়বে। তার মতে, সুদ ও ভর্তুকি প্রদানে চাপ কিছুটা বাড়লেও মূল্যস্ফীতিতে তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। বলেন, এডিপির আকার বড় হয়েছে। কারণ কেন্দ্রীয় ব্যাংক অর্থের যোগান নিশ্চিতে তৎপর থাকবে বলেও জানান তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply