অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী স্কট মরিসন

|

সপ্তাহব্যাপী নানা নাটকীয়তার পর অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন স্কট মরিসন। আজ সকালে লিবারেল পার্টির নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের সিদ্ধান্তে সরে যেতে হলো ম্যালকম টার্নবুলকে।

দলীয় হুইপের বরাত দিয়ে জানানো হয়, প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটাভুটিতে ৪৫ ভোট পেয়েছেন সাবেক ট্রেজারার স্কট। তার সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটন পেয়েছেন ৪০ আইন প্রণেতার সমর্থন। নেতৃত্বের এই লড়াইয়ে নামেননি ম্যালকম টার্নবুল। তাকে অপসারণের জন্য দলীয় নেতা-কর্মীরা পিটিশন দাখিলের পরই প্রধানমন্ত্রী জানান- আবারও অগ্নিপরীক্ষা দেয়ার তুলনায় স্বেচ্ছায় অবসরে যাওয়া পছন্দ করবেন তিনি।

অস্ট্রেলিয়ার সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে, ১১ বছরে পরিবর্তন ঘটলো ৬ প্রধানমন্ত্রীর। কেউই সরকার প্রধানের সম্পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি।

যমুনা অনলাইন:এফএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply