আইসিসির প্লেয়ার অব দ্য মান্থে মনোনয়ন পেলেন শান্ত

|

ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মে মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে মনোনয়ন পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাঁহাতি এ ব্যাটারের পাশাপাশি এই তালিকাতে মনোনয়ন পেয়েছেন বাবর আজম এবং হ্যারি টেক্টর। খবর আইসিসি ওয়েবসাইটের।

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ছন্দে ছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুইটি এপ্রিলে হলেও শেষ তিনটি মে মাসে অনুষ্ঠিত হয়। ৪-১ ব্যবধানে সিরিজ জিতে স্বাগতিকরা। তৃতীয় ওয়ানডেতে বাবরের ব্যাটে আসে ৬২ বলে গুরুত্বপূর্ণ ৫৪ রান। চতুর্থ ম্যাচে হাঁকান সেঞ্চুরি, যা তার ক্যারিয়ারের ১৮তম ওয়ানডে সেঞ্চুরি।

ছবি: সংগৃহীত

বাংলাদেশের শান্ত বিবেচিত হয়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পারফরমেন্সের জন্য। ৩ ম্যাচে ৬৫ এর বেশি গড়ে ১০০ এর বেশি স্ট্রাইক রেটে করেছেন ১৯৬ রান। হয়েছেন সিরিজ সেরা।

যেখানে পরিত্যক্ত হওয়া প্রথম ওয়ানডেতে করেন ৪৪ রান। দ্বিতীয় ম্যাচে হাঁকান দুর্দান্ত এক সেঞ্চুরি, ৯৩ বলে তার ব্যাটে থেকে আসে ১১৭ রান। তৃতীয় ওয়ানডেতে ব্যাত হাতে ৩৫ ও বল হাতে গুরুত্বপূর্ণ সময়ে তুলে নেন প্রতিপক্ষের একটি উইকেট।

ছবি: সংগৃহীত

মে মাসের সেরা হওয়ার দৌড়ে তৃতীয় নামটি আয়ারল্যান্ডের হ্যারি টেক্টরের। বাংলাদেশের বিপক্ষে সিরিজে ৩ ম্যাচে করেছেন ১০৩ গড়ে ২০৬ রান করেন। দ্বিতীয় ম্যাচে খেলেন ১১৩ বলে ১৪০ রানের অসাধারণ এক ইনিংস।

ছবি: সংগৃহীত

এর আগে আইসিসির এই পুরষ্কার জিতেছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ২০২১ সালে প্রথম বাংলাদেশি হিসেবে মে মাসের সেরা হন মুশফিক। জুলাইয়ের সেরা সাকিব। ২০২২ সালে অবশ্য আর কোনো বাংলাদেশি পায়নি এই পুরষ্কার। চলতি বছর মার্চ মাসের সেরা হন সাকিব। এবার শান্ত শেষ পর্যন্ত মে মাসের সেরা হলে তৃতীয় বাংলাদেশি হিসেবে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হবেন।

/আরআইএম 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply