প্রদ্যুৎ কুমার সরকার, মাদারীপুর
মাদারীপুরের রাজৈর উপজেলার উত্তর সীমান্তের দক্ষিণ শারিস্তাবাদ গ্রামের একটি ধানক্ষেত থেকে আজ শনিবার সকালে অজ্ঞাতনামা এক নারীর (২৪) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সকালে জেলার রাজৈর উপজেলার উত্তর সীমান্তের দক্ষিণ শারিস্তাবাদ গ্রামের একটি ধানক্ষেতে একটি লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করে। পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশের মাথার পিছনের দিকে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।
Leave a reply