প্রতীকী ছবি।
সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
তীব্র তাপদাহের পর নাটোরের নলডাঙ্গায় অবশেষে স্বস্তির বৃষ্টি হয়েছে। শুক্রবার (৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে বৃষ্টির সঙ্গে ছিল শীতল বাতাস।
বৃষ্টিপাত প্রায় আধাঘণ্টা স্থায়ী হয়। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকাবাসী। গত কয়েকদিন থেকে প্রচণ্ড গরমে নাভিশ্বাস হয়ে উঠে জনজীবন। কোথাও যেন ছিল না স্বস্তি। অসহ্য গরমে মানুষের জীবন হয়ে উঠে ওষ্ঠাগত।
তীব্র রোদে খালবিলও পানিশূন্য হয়ে পড়েছে। যার প্রভাব পড়েছে কৃষিক্ষেত্রেও। নলডাঙ্গা উপজেলায় বৃষ্টি হলেও নাটোরের আর কোথাও বৃষ্টির দেখা মেলেনি।
এএআর/
Leave a reply