পাকিস্তানে সরকারি কর্মকর্তাদের বিমানের ফার্স্ট ক্লাসে ভ্রমণে নিষেধাজ্ঞা

|

পাকিস্তানে ব্যয় সংকোচন নীতিমালার আওতায় সব সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদদের বিমানের ফার্স্ট ক্লাসে ভ্রমণ নিষিদ্ধ করলো সরকার। শনিবার, তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি জানান এ সিদ্ধান্ত।

নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, পার্লামেন্টের স্পিকার, সেনাপ্রধান আর মুখ্যমন্ত্রীদের ক্ষেত্রেও। প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে আসে এ সিদ্ধান্ত।

নির্দেশ দেয়া হয়, বিদেশ সফর বা দেশের ভেতরে ভ্রমণের ক্ষেত্রে বিজনেস ক্লাসে চড়েই চলাচল করতে হবে সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদদের। ২৫ জুলাইয়ের সাধারণ নির্বাচনে জয়ের পরই, দুর্নীতি দমন আর রাষ্ট্রীয় খরচ কমানোর ঘোষণা দেন নতুন প্রধানমন্ত্রী।

যমুনা অনলাইন:এফএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply