অ্যামাজন জঙ্গল থেকে উদ্ধার ৪ শিশুর অবস্থা স্থিতিশীল

|

কলম্বিয়ায় অ্যামাজনের গহীন বন থেকে ৪০ দিন পর উদ্ধারকৃত চার শিশুর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। শনিবার (১০ জুন) তাদের দেখতে হাসপাতালে যান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। খবর রয়টার্সের।

প্রেসিডেন্টের সাথে ছিলেন ফার্স্টলেডি ভেরোনিকা। বোগোতার সামরিক হাসপাতালে চিকিৎসাধীন চার ভাইবোনের জন্য উপহার নিয়ে যান তারা। খোঁজখবর নেন শিশুদের শারীরিক অবস্থার। চিকিৎসকরা জানান, এখনও স্বাভাবিক খাবার দেয়া যাচ্ছে না তাদের। তবে দূর হয়েছে পানিশূন্যতা।

গেল মাসের ১ মে আরারাকুয়ারা থেকে গুয়ারাভিয়ারে প্রদেশে যাওয়ার পথে অ্যামাজনে বিধ্বস্ত হয় ‘সেসনা টু জিরো সিক্স’ বিমান। মৃত্যু হয় শিশুদের মা, পাইলটসহ তিনজনের। তবে অলৌকিকভাবে বেঁচে যায় চার ভাইবোন। বিমান, সেনাবাহিনী ও স্থানীয় বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর অভিযানে ৫ সপ্তাহেরও বেশি সময় পর খোঁজ মেলে তাদের। ধারণা করা হচ্ছে, বনের ফলমূল খেয়ে বেঁচেছিল শিশুরা। ডালপালা দিয়ে আচ্ছাদনও তৈরি করেছিল থাকার জন্য।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply