ইনজুরি নিয়েই অনুশীলনে তামিম

|

তামিম ইকবাল। ফাইল ছবি।

ইনুজরি নিয়ে শঙ্কা বাড়ছে তামিম ইকবালের। ছুটির পর আজ রোববার (১১ জুন) অনুশীলনে তিনি যোগ দিলেও পিঠে ব্যথা অনুভব করছেন এই ওপেনার।

পিঠের ব্যথা বেড়ে যাওয়ায় বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে বিশ্রাম দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। বিশ্রামের মাধ্যমে তাকে সারিয়ে তোলার চেষ্টা করেন চিকিৎসকরা। সেই ছুটি কাটিয়ে তিনি আজ সকালে যোগ দেন অনুশীলনে। কিন্তু ক্যাচ প্র্যাকটিসের সময় বারবার পিঠে হাত দিতে দেখা যায় তামিমকে। অস্বস্তিতে যে আছেন, সেটা অনেকটাই পরিষ্কার।

এ নিয়ে ফিজিও সানির সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় তামিম ইকবালকে। তাকে খেলানোর শঙ্কা তাই ক্রমেই বাড়ছে। যদিও এর আগেও এমন পিঠের ব্যথা বিশ্রাম নিয়েই কাটিয়ে উঠেছিলেন তামিম ইকবাল। কিন্তু ঢাকা টেস্ট শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি থাকায় এই তারকা ওপেনারের খেলা নিয়ে শঙ্কা জাগছে। টিম ম্যানেজমেন্ট তাই অপেক্ষা করবে শেষ পর্যন্ত।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply