পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯

|

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে। আহত অন্তত ৭ জন।

ময়মনসিংহে আলাদা ঘটনায় বাস ও সিএনজি চাপায় ৪ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে দুইজন। পুলিশ জানায়, সকালে তারাকান্দার কাকনীতে বাস চাপায় মোটর সাইকেল আরোহী দীলিপ নামে একজন নিহত হয়। আহত ইয়াসিন নামে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পুলিশ বাসটি আটক করতে পারেনি। ত্রিশালে কাজির শিমলায় বাস চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়। এছাড়া ফুলপুরের বালিয়া এলাকায় অটোরিকশার ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় একজন।

বগুড়ার নন্দিগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার ২ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে একজন। ভোরে বগুড়া-নাটোর মহসড়কের বিজয়ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নন্দিগ্রামমুখি ব্যাটারিচালিক রিকশাকে ধাক্কা দেয় বগুড়াগামী একটি মাইক্রোবাস। এতে তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ফেরদৌস আলম এবং ইসমাইল হোসেন নামে দুইব্যক্তি মারা যায়। তাদের বাড়ি নন্দিগ্রামে।

এছাড়া টাঙ্গাইল, মাগুরা ও ঝিনাইদহে তিনজন নিহত হয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply