খেরসনে বন্যার্ত এলাকায় উদ্ধারকারী নৌকায় রুশ হামলা

|

ইউক্রেনের দক্ষিণে বন্যা কবলিত খেরসনে উদ্ধারকারী নৌকায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে প্রাণ গেছে কমপক্ষে তিনজনের। খবর রয়টার্সের।

এমন তথ্য জানিয়েছেন অঞ্চলটির গভর্নর ওলেক্সান্দার প্রকুদিন। বলেন, উদ্ধারকারীদের লক্ষ্য করে গোলাবর্ষণ করে মস্কোর সেনারা। নিহতদের মধ্যে একজন ৭৪ বছর বয়সী ব্যক্তি রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে দুই পুলিশ সদস্যও।

গত মঙ্গলবার এক বিস্ফোরণে বিধ্বস্ত হয় গুরুত্বপূর্ণ নোভা কাখোভকা বাঁধ। রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে অবস্থান বাঁধটির। এ ঘটনায় তলিয়ে যায় নিপ্রো নদীর দুই তীরের বিশাল এলাকা। পূর্ব অংশে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলেও আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ইউক্রেন। নোভা কাখোভকা বাঁধ ধ্বংসে এখনও পরস্পরকে দোষারোপ করছে রাশিয়া-ইউক্রেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply