হায়েনার কামড়ে হাত হারানো শিশু সাইদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে আওয়ামী লীগ। সোমবার (১২ জুন) দুপুরে জাতীয় পঙ্গু হাসপাতালে সাইদকে দেখতে যান তথ্যমন্ত্রী।
এ সময় সাইদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন হাছান মাহমুদ। বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে। তবে, এসব ক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা সবচেয়ে জরুরি। শিশু সাইদের চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করছে।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
চিকিৎসকরা জানিয়েছেন, এই মুহূর্তে নয়, সাইদ আরেকটু বড় হলে কৃত্রিম হাত লাগানো যাবে।
/এমএন
Leave a reply