ব্যক্তি মালিকানাধীন চালকল থেকে ভিজিডি-ভিজিএফ’র ৭ টন চাল জব্দ

|

বগুড়া ব্যুরো

বগুড়ার তালোড়া পৌরসভা এলাকা থেকে দুস্থ ও হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১৭৯ বস্তা চাল জব্দ করেছে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন। রোববার রাতে পৌর এলাকার পগুইল গ্রামের একটি গুদাম থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়। চাতাল মালিক রেজাউল করিম পালিয়ে গেলেও তার ভাইকে আটক করেছে পুলিশ।

কাহালু থানা পুলিশ জানায়, পাশের তালোড়া পৌর এলাকা দুপচাঁচিয়া উপজেলার আওতাধীন হলেও পোগুইল এলাকা এই থানার অধীনে। দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন শনিবার সন্ধ্যার পর ওই এলাকার রেজাউল করিমে চাল কলে অভিযান চালায়। অভিযানে চালকলের গুদাম ঘর থেকে ভিজিএফ’র ১শ বস্তা ও ভিজিডি’র ৭৯ বস্তা চাল জব্দ করা হয়। বস্তাগুলোতে মোট ৭ টন ৩৭০ কেজি চাল মজুদ ছিলো।

অভিযানের সময় চালকল মালিকের ভাই দুলালকে আটক করে পুলিশ। তবে অভিযানের পর থেকেই পলাতক রয়েছেন চালকলের মালিক রেজাউল করিম। দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

যমুনা অনলাইন: এমএস/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply