বিচার বিভাগকে রাজনৈতিক হাতিয়ার বানাচ্ছে সরকার : ফখরুল

|

বিচার বিভাগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার; এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে, নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, বিচারের আগেই রায় নিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আগাম বক্তব্য অগণতান্ত্রিক।

বিএনপি মহাসচিব দাবি করেন, কোন মামলার রায় কবে হবে তা নির্ধারণ করেন, আইনমন্ত্রী। আর এটিই দেশের রীতি হয়ে গেছে। তিনি বলেন, ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার চার্জশিটে খালেদা জিয়া বা তারেক রহমানের নাম ছিল না।

আওয়ামী লীগ ক্ষমতায় এসে চার্জশিটে তাদের নাম যুক্ত করেছে। অভিযোগ করেন, মামলার আসামি মুফতি হান্নানকে দীর্ঘ দিন রিমান্ডে নিয়ে তারেক রহমানের সম্পৃক্ততার স্বীকারোক্তি আদায় করা হয়েছে। তবে, বিএনপির রাজনীতি থেকে তারেক রহমানকে সরানোর চক্রান্ত সফল হবে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply