প্রয়াণ দিবসে জাতীয় কবির প্রতি শ্রদ্ধা

|

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম প্রয়াণ দিবস আজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে ৪১ বছর ধরে ঘুমিয়ে আছেন কবি।

সোমবার সকালে সেখানেই তাঁকে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শ্রদ্ধা জানাতে আসেন কবি পরিবারের সদস্যরা। কবির জীবনী ও সাহিত্য বিশ্ব দরবারে পৌঁছতে না পারার ক্ষোভ আছে কবি পরিবারের। তাঁর জীবনী এবং সাহিত্য, অনুবাদের মাধ্যমে যথাযথভাবে বিশ্ব দরবারে পৌঁছে দেয়ার দাবি জানান তারা।

একে একে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। নজরুলের অমর রচনাগুলো বিশ্ব দরবারে ছড়িয়ে দেয়ার প্রত্যয় জানান বিশিষ্টজনরা। ফুলেল শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংঠনের নেতাকর্মীরাও।

জাতীয় কবির প্রয়াণ দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচী পালন করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply