গ্রিসের উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৭৯ অভিবাসনপ্রত্যাশী নিহত

|

ছবি: সংগৃহীত

গ্রিসের দক্ষিণ উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবিতে কমপক্ষে ৭৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শতাধিক জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জুন) গ্রিসের কোস্ট গার্ড এ তথ্য নিশ্চিত করেছে। খবর এপি নিউজের।

গ্রিক কোস্টগার্ড জানায়, আন্তর্জাতিক সমুদ্র সীমায় এ নৌকাডুবির ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, লিবিয়ার পূর্বাঞ্চলীয় তোবরুক থেকে গ্রিস উপকূলের দিকে যাচ্ছিল নৌযানটি। নিখোঁজদের সন্ধানে এখনও চলছে অভিযান। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বড় এ দুর্ঘটনায় উদ্ধারকাজে যোগ দিয়েছে কোস্টগার্ডের ৬টি নৌযান, নৌবাহিনীর একটি বহর, সামরিক যান ও বিমান বাহিনীর একটি হেলিকপ্টার। তীব্র বাতাস ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

গ্রিক কর্তৃপক্ষ মৃতদের জাতীয়তা নিশ্চিত করতে পারেনি। তবে পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, বেশিরভাগ অভিবাসনপ্রত্যাশী মিসর, সিরিয়া ও পাকিস্তানের। উদ্ধারকৃতদের কালামাতা শহরে নেয়া হয়েছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply