রোহিঙ্গা ইস্যুতে সরকার ও জাতিসংঘের ভূমিকা যথেষ্ট না: কাজী রিয়াজুল

|

রোহিঙ্গা সংকট নিরসনে পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘ যথাযথ ভূমিকা পালন করেনি বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। আজ সোমবার দুপুরে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এসময় রোহিঙ্গাশূন্য করার পরিকল্পনা থেকে মিয়ানমার সরে আসেনি উল্লেখ করে কাজী রিয়াজুল হক বলেন, সংকট সমাধানে দেশটির ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির বিকল্প নেই। রোহিঙ্গা সমস্যা সমাধানে ৭ দফা সুপারিশও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। এতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী ঘোষিত ৫ দফা সুপারিশের বাস্তবায়ন, সরকারের পক্ষ থেকে আরও শক্ত পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

যমুনা অনলাইন:এফএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply