গ্যারেথ বেলের নৈপুণ্যে মৌসুমের দ্বিতীয় ম্যাচে জয় পেল রিয়াল

|

গ্যারেথ বেলের নৈপুণ্যে মৌসুমে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় পিছিয়ে পড়েও জিরোনাকে ৪-১ গোলে হারিয়েছে গ্যালাকটিকোরা।

যার ফলে ছয় পয়েন্ট নিয়ে বার্সেলোনার সাথে এখন লিগ টেবিলের শীর্ষে লস ব্লাঙ্কোস। তবে গোল শূন্য ড্র হয়েছে দুই শক্তিশালী ক্লাব সেভিয়া ও ভিয়ারিয়ালের মধ্যকার ম্যাচটি।

জিরোনার ঘরের মাঠ স্টাডিয়ো মন্টিলিভিয়াতে শুরুতেই লিড নেয় স্বাগতিকরা। বোরহা গার্সিয়ার গোলে ১৭ মিনিটে এগিয়ে যায় জিরোনা। ৩৯ মিনিটে রিয়াল মাদ্রিদকে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরান অধিনায়ক সার্জিও রামোস।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারো পেনাল্টি পায় রিয়াল। এবার বেনজিমার গোলে ৫২ মিনিটে লিড নেয় লোপের্তোগুয়ি শীষ্যরা। ঠিক ৭ মিনিট পর গ্যারেথ বেলে গোল ব্যবধান বাড়ায় লস ব্লাঙ্কোসরা। ৮০ মিনিটে চতুর্থ গোল পায় রিয়াল মাদ্রিদ। বেলের বাড়ানো বলে দলের বড় জয় নিশ্চিত করেন বেনজিমা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply