ক্রিকেটারদের নারী কেলেঙ্কারিতে বিব্রত বিসিবি

|

মোসাদ্দেক হোসেন সৈকত ও তার স্ত্রী সামিয়া শারমিন

জাতীয় দলের ক্রিকেটারদের একের পর এক নারী ঘটিত কেলেঙ্কারিতে বিব্রত বিসিবি। তালিকায় নাসির, সাব্বির, রুবেলদের পর এবার নতুন নাম মোসাদ্দেক হোসেন সৈকত। অবশ্য, এবারও বিসিবির সেই পুরানো কথা। ক্রিকেটারদের অনৈতিক কাজ থেকে দূরে রাখতে আসছে নতুন নীতিমালা।

এর আগে, নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন রুবেল হোসেন, নাসির হোসেন, আরাফাত সানি, সাব্বির রহমান, মোহাম্মদ শহীদের মতো জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়রা। সৈকতে ঘটনা আবার বিষয়টিকে নতুন করে সামনে নিয়ে আসলো।

ক্রিকেটারদের এমন আচরণে বিব্রত বিসিবি। প্রতিবার সাবধান করার পরও নতুন নতুন নাম উঠে আসছে। তবে এবার আরো কঠোর হতে যাচ্ছে বোর্ড। আসছে কঠিন নীতিমালা, এমনটাই জানালেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

স্ত্রীর সাথে মোসাদ্দেকের বিবাদ মেটানোর উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। বলেন, সংশ্লিষ্ট দুই পক্ষকে নিয়ে বসতে যাচ্ছে বোর্ড। আইনানুগ ব্যবস্থা নেবার আগে ঘটনার সমঝোতার আশ্বাস তাদের।

উল্লেখ্য, জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তার স্ত্রী সামিয়া শারমিন। ময়মনসিংহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইন ৩ ও ৪ ধারায় অভিযোগ করেন তিনি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সৈকত। বলেছেন, স্ত্রী তার মায়ের গায়ে হাত তুলেছে, তাই তাকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন।

আরও দেখুন: ক্রিকেটার সৈকতের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ স্ত্রীর; সৈকত বললেন, ‘মায়ের গায়ে হাত তুলেছে’

যমুনা অনলাইন: এটি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply