ময়মনসিংহের রাস্তায় থ্রি হুইলারের দাপট, নির্বিকার প্রশাসন

|

ফাইল ছবি

ময়মনসিংহ ব্যুরো:

নিয়ম না মেনে চলাচলের কারণে গত এক বছরে ময়মনসিংহ শহরের ব্যাটারিচালিত তিন চাকার বাহনের চালকরা সিটি কর্পোরেশনকে দিয়েছেন অর্ধ কোটি টাকা জরিমানা। এমন অর্থদণ্ডের পরও পরিস্থিতি বদলায়নি। তাদের ইচ্ছেমাফিক চলাচলের ফলে যানজটে নাকাল সাধারণ মানুষ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায়, তিন চাকার চালকদের ‘সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি’ হিসেবে আখ্যা দিয়েছে নগরবাসী।

ব্যস্ত দিনে শহরের প্রাণকেন্দ্র গাঙ্গিনাপাড় মোড়। এখানকার থ্রি হুইলার চালকরা চালকরা ময়মনসিংহবাসীর কাছে নতুন আতঙ্ক আর প্রভাবশালী হিসেবে পরিচিত। ব্যাটারিচালিত থ্রি হুইলার চালকরাই যেনো গোটা এলাকার দখলদার!

সরেজমিনে দেখা গেছে, জিলা স্কুল মোড়ে দীর্ঘক্ষণ যানজটে আটকে আছে অনেক যানবাহন। অথচ একটু সামনে এগোলেই দেখা যায় যে রাস্তা একেবারেই ফাঁকা। নির্ধারিত স্থানে না দাঁড়িয়ে প্রতিটি মোড়ে যাত্রী ওঠানামা করায় সৃষ্টি হয়ে এ যানজট। আবার নির্বিচারে উল্টো পথেও চলে এসব বাহন। চালকরা হরহামেশাই জড়াচ্ছেন বাকবিতণ্ডায়। রাস্তা বন্ধ করেই চলে তাদের মারামারি। এক কথায় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে পরিস্থিতি।

এ প্রসঙ্গে ময়মনসিংহের ট্রাফিক ইনসপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ইচ্ছামতো যাত্রী ওঠানামা করালে যানজট তৈরি হয়। এসব কারণেই এখানে যানজট সৃষ্টি হয় বেশি।

হাসপাতালের জরুরি বিভাগের তথ্য বলছে, থ্রি হুইলারের বেপরোয়া চলাচলে বেড়েছে সড়ক দুর্ঘটনা।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো: আবুল হাসনাত বলেন, দুর্ঘটনার শিকার যারা হন তারা প্রায় সবাই হাসপাতালে এসে বলেন যে, বেপরোয়া গতির থ্রি হুইলার এসে লাগিয়ে দেয়ায় তারা আহত হয়েছেন। এ ধরনের রোগী আমাদের এখানে প্রতিনিয়ত আসছে, তাদের সংখ্যা বাড়ছে প্রতিদিনই।

বারবার বাধা দেয়ার পরও সড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলো দখল করে বসে থাকেন এসব থ্রি হুইলারের চালকরা। অভিযোগ আছে, রোগী বহন করা অ্যাম্বুলেন্সেরও পথ আটকে রাখেন তারা। যাদের দেখার কথা এসব, প্রশ্ন হচ্ছে কী করছেন তারা?

জানতে চাইলে ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, ট্রাফিক রুলস এন্ড রেগুলেশন, রোড সেফটি, ট্রাফিক সাইন সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে আমরা তাদের সচেতন করতে চাই।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব মো. আরিফুর রহমান বলেন, সবাইকে তো আর একসাথে সচেতন করা সম্ভব না। ঈদের পর স্টেপ বাই স্টেপ আমরা সবাইকে সচেতন করবো।

ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান বলেন, সুন্দর ও সুশৃঙ্খলভাবে চলাচল নিশ্চিত করতে সবার কাছে সহযোগিতা চাই।

ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান

সিটি কর্পোরেশন বলছে ময়মনসিংহ শহরে ১২ হাজার ১৭৮টি থ্রি হুইলার চলছে। ট্রাফিক আইন অমান্য করায় এক বছরে চালকদের অর্ধ কোটি টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply