সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ২২

|

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে ২২ বাসযাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় সেলিনা নামের এক যাত্রীর বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক জানান, গতরাতে গাইবান্ধা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আজমেরী পরিবহনের একটি বাস, রায়গঞ্জের ষোলমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে আহত হন যাত্রীরা। ঘটনাস্থলেই হাত বিচ্ছিন্ন হয়ে যায় সেলিনা নামের এক নারীর। পরে আহত ১০ জনকে ভর্তি করা হয় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা জানান, সেলিনাসহ তিন জনের শারীরিক আঘাত গুরুতর। আহতদের সবাই ঢাকার বিভিন্ন গার্মেন্টেসের কর্মী। ঈদের ছুটি শেষে তারা গাইবান্ধা থেকে কর্মস্থলে ফিরছিলেন।

যমুনা অনলাইন:এফএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply