স্টাফ রিপোর্টার, নাটোর:
নাটোরের লালপুরে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে মেহের আলী (৩৫)নামে একজন নিহত হয়েছেন। র্যাব দাবি করেছে, মেহের আলী হত্যা, ডাকাতি ও মাদকসহ ১৪ মামলার আসামি। সোমবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে উপজেলার চামটিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
র্যাব-৫ সিপিসি ২ এর মেজর শিবলী মোস্তফা জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে র্যাবের একটি অপারেশন দল লালপুর উপজেলায় টহল দেয়। টহলের এক পর্যায়ে উপজেলার চামটিয়া গ্রামে পৌঁছালে সেখানে কয়েকজনকে একসাথে দলবদ্ধ হয়ে থাকতে দেখে র্যাবের দল সেদিকে অগ্রসর হলে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এতে মেহের আলী গুলিবিদ্ধ হয় এবং অন্যরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় মেহের আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মাদক,অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
যমুনা অনলাইন:এফএম
Leave a reply