পাকিস্তানের ১৬ সদস্যের দল ঘোষণা, ফিরেছেন শাহীন আফ্রিদি

|

ছবি: সংগৃহীত

আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্য শনিবার (১৭ জুন) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন পেসার শাহীন শাহ আফ্রিদি। ৯ জুলাই শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে পাকিস্তানের ক্রিকেটাররা। ক্রিকইনফোর খবর।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে শ্রীলঙ্কা সফর করবে পাকিস্তান ক্রিকেট দল। প্রায় এক বছর পর দলে ফিরে আনন্দিত শাহীন আফ্রিদি। টেস্ট ক্রিকেটে একশ’ উইকেটের মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে এই পেসার।

গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলার সময় হাঁটুর ইনজুরিতে পড়েন বাঁহাতি এই ফাস্ট বোলার। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও সেখানেও ইনজুরি পিছু ছাড়েনি তার। লম্বা সময়ের জন্য তাই শাহীনকে ছিটকে যেতে হয় মাঠের বাইরে। বছরের শুরুতেই অবশ্য মাঠে ফিরেছেন। তবে খেলেছেন কেবল সাদা বলে। সেই শ্রীলঙ্কা সফর দিয়েই এক বছর পর আবারও টেস্ট দলে ফিরলেন বাঁহাতি এই পেসার।

পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক) মোহাম্মদ রিজওয়ান, আমির জামাল, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, হাসান আলী, ইমাম উল হক, মোহাম্মাদ হুরাইরা, মোহাম্মাদ নাওয়াজ, নাসিম শাহ, নোমান আলী, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply